ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হডিরণাকুণ্ডুতে খুচরা সার বিক্রেতাদের বহা ল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন ও বিক্ষো ভ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে হরিণাকুন্ডু উপজেলা মো ড়ে এ কর্মসূচীর আয়োজন করে খুচরা সার বিক্রেতা এ্যা সোসিয়েশন অব বাংলাদেশ।
এতে ব্যানার ফেস্টুননিয়ে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। কর্মসূচীতে সংগঠনটির সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হো সেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল করতে প্রজ্ঞাপন জারি হয়েছে। এটা বাস্তবায়ন হলে দে শের ৪৪ হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হবে। তাই এ সিন্ধান্ত বাস্তবায়ন না করার আহ্বান জানানো হয় কর্মসূচী থেকে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন ব্যবসায়ীরা।
Bartabd24.com সব খবর সবার আগে