আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সাধারণ ছুটির কবলে থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
তবে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক জানান, বাংলাদেশ রেল ভবনের নির্দে শানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে, এ কারণে ১৩ জুন বৃহস্প তিবার থেকে ১৯ জুন বুধবার ৭ দিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না।
১৩ জুন বৃহস্পতিবার থেকে আগামী ২১ জুন শুক্রবার ৯ দিন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে চলাচল করা ঢাকা-কলকা তা মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, রেল বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনা আন্ত র্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে, এখানে কোনো ছুটি থাকবে না।