মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঝিনাইদহের র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল নিয়মিত টহল করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পোনে ৭ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়ার শোয়াইব নগর কামিল (এমএ) মাদ্রাসার মেইন গেইটের সামনে থেকে আড়পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল হোসেন (২৫) ও একই গ্রামের হিন্দু পাড়ার তারিকুল ইসলামের ছেলে আশিক হোসেন (১৮) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৫৯ (ঊনষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বেলা ৪ টার সময় কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের ভূষণ হাই স্কুল রোডের উপর থেকে ঢাকালে পাড়ার বারিকের ছেলে সবুজ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। বুধবার বেলা ২ টার সময় উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা করা হয়।