ফরিদ মিয়া, টাঙ্গাইল ঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে নবাগত ওসি এ.কে সাইদুল হক ভুঁইয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। ৭ সেপ্টেম্বর দেলদুয়ার থানায় যোগদানের পূর্বে তিনি টাঙ্গাইল সদর থানায় তদন্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি ফরিদ মিয়া, সাধারন সম্পাদক অপু তালুকদার শিপলু, যুগ্ন সম্পাদক গোপেশ চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তাহের, সদস্য তানভীর সিদ্দিকী রোকন ও আরিফুল ইসলাম।
মতবিনিময় সভায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং সহ নানা অপরাধ মুলক কাজ নির্মূলে সাংবাদিকদের সহায়তা কামনা করেন ওসি সাইদুল হক ভূঁইয়া।
উল্লেখ্য, তিনি “জাতীসংঘ শান্তি পদক” পেয়েছেন এবং ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।