বার্তাবিডি ডেস্ক নিউজ:জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ২০০৭ সালের ২৭ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়েবন্ধনে আবদ্ধ হন জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। চার বছরের মাথায় বিচ্ছেদ হয় আসিরের সঙ্গে। তারপর ২০১১ সালে অপি করিম বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। এ সংসারও টিকেনি তার। পরে ২০১৬ সালে গোপনেই নির্মাতা এনামুল করিম নির্ঝরকে ভালোবেসে বিয়ে করেন অপি করিম।
এবার ভেঙে গেল অপির তৃতীয় সংসার- এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে শোবিজপাড়ায়। শোনা যাচ্ছে, গত ১৩ সেপ্টেম্বর বিয়েবিচ্ছেদ হয়েছে অপি ও নির্ঝরের। তবে এ ব্যাপারে নির্মাতা এনামুল করিম নির্ঝরের পক্ষ থেকে কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে রোববার ভোরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন অপি করিম। তার বিচ্ছেদের খবরটি গুজব- এমন ইঙ্গিতই পাওয়া গেছে তার পোস্ট থেকে। ফেসবুকে টাইমলাইনে দুটি গোলাপ ফুলের ছবি পোস্ট করেন অপি। ক্যাপশনে তিনি লেখেন, ‘গুজব’-এ কান/হাত/নাক দিবেন না। সুপ্রভাত।’
গুঞ্জনের বিষয় জানতে চাইলে অপি করিম বলেন, ‘যা শুনেছেন সবই ভুল। পুরোটাই গুজব। এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। আমরা ভালো আছি। সবার দোয়ায় আমরা একসঙ্গে আছি। খুব ভালোমতো সংসার করছি।’