আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে ২১ পীচ নেশার ইনজেকশান অ্যাম্পুলসহ সান্তাহার টাউন পুলিশ রোনাক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী যুবকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া মহলালার বদরুল আলমের ছেলে বলে জানাগাছে।
সান্তাহার টাউন পুলিশ ফাড়ি সুত্রে জানাযায়,সান্তাহার টাউন পুলিশ ফাড়ির মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টারদিকে শহরের হবির মোড়ে নওগাঁ থেকে বগুড়াগামী এটি বাস তল-াশি করে ২১ পীচ নেশার ইনজেকশান অ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়।