আদমদীঘি বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার প্রথম শ্রেনির পৌরসভার জনগুরুত্বপুর্ণ কয়েকটি সড়ক বেহাল দশয় পরিনিত হয়েছে।
বছরের পর বছর ধরে সংস্কার না করায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। এর মধ্যে নয় নং ওয়ার্ডের তাপাপুর রেলগেট থেকে সাইলো রোড পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধপ্রায়।
অপর সড়কগুলোয় সামান্য বৃষ্টিতে পানি জমে যানবাহন
চলাচলে মানুষজনকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
পৌরবাসির অভিযোগ,নিয়মিত কর পরিশোধ করলেও তাঁরা নাগরিক সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিন সান্তাহার পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে
দেখা যায়, শহরের সোনার বাংলা বিপনী বিতান সংলগ্ন রিক্সা ভ্যান স্ট্যান্ড থেকে যোগীপুকুর, সান্তাহার পৌরসভার নওগাঁ সড়কের দীলিপের মোড় থেকে হবির মোড়, বশিপুর বাইপাস (বিনোদন কেন্দ্র শখের) পল-ী মোড় থেকে
বশিপুর হিন্দুপাড়া, সাইলো সংযোগ সড়ক থেকে তারাপুর রেলগেট এবং নেসকো কার্য ালয় মোড় থেকে দুর্লভবাবা মাজার হয়ে বশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক মানুষ ও যানবাহন চলাচলের অনুপোযোগী
হয়ে পড়েছে।
এছাড়া শহরের পূর্বশা সিনেমা হল সংলগ্ন ও সান্তাহার প্রেসক্লাবের পশ্চিম পাশের রেলওয়ে টিকেট ঘর বাইপাস সড়ক, পোঁওতা রেলগেট থেকে তালপুকুর পর্যন্ত এবং তালপুকুরের পৃর্বপারের প্রায় ৫শোফিট রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রাস্তাগুলো দিয়ে মানুষ ও যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।
সান্তাহার শহরের অটো রিক্সা, অটোভ্যান ও অটোটেম্পু চালকরা জানিয়েছেন , সড়ক খাারপ হওয়ার কারনে যানবাহন চালানো খুব কষ্টকর হয়ে পরেছে।
প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে চলেছে। সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম বলেন, এসব সড়কের বেশিরভাগ স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপুর্ণ নগর
অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়। প্রকল্প সংশি-ষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, কিন্ত অর্থ ছাড় না করায় দরপত্র আহবান করা যাচ্ছে না।
সা