চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নে সমাজকর্ম ও শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান।
এ সময় তিনি বলেন শিশু সুরক্ষার জন্য শিশু আইন রয়েছে। আমাদের যে যার অবস্থান থেকে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন বাল্য বিবাহ,
শিশু শ্রম, শিশু পাচার, শিশু নির্যাতন প্রতিরোধের পাশাপাশি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে জন প্রতিনিধি দের কাজ করার সুযোগ রয়েছে। জনপ্রতিনিধিরা আন্তরিক হলে সমাজ থেকে শিশু নির্যাতন, পাচার ও শিশু শ্রম বহুলাংশে বন্ধ হওয়া সম্ভব।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে, অবসরপ্রাপ্ত শিক্ষক এবি সিদ্দিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল লতিপ, শুকুর আলী, আমির হামজা, আশিকুর রহমান, সংরক্ষিত নারী সদস্য পারভিনা খাতুন,
সাফিয়া সুলতানা, তাসলিমা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।