মা শব্দটি অতি ছোট,যার অর্থ ব্যাপকতর যার ব্যাখ্যা দেয়া কঠিন।
মা ডাকটি এতো মধুর,যে মাকে ডেকে স্বাদ মেটেনা।
এই দুনিয়ায় মা নেই যার সেই তো বড় অসহায়। মা তো মাই। মাই তো এই দুনিয়ার সর্বশেষ আশ্রয় স্থল।
তাই আমি বলবো এই দুনিয়ার সব মা যেন সারা জীবন বেচে থাকে।
এটাই আমার আজকের প্রত্যাশা।
সেই ২০ই জানুয়ারী ২০২০ বাসা থেকে গেল মা।
মা বাড়ি ফিরলো না আজও,মার ঘরে ঘুমাতে পারিনা।
মনটা শূন্যতায় অস্হির, শুধু ছটফট করে ?
৭ ফেব্রুয়ারী থেকে মা কথা বলতে পারিনি ।
তারপর থেকে খোকা বলে ডাকলো না কেউ
২০২০এর ১০ ফেব্রুয়ারী মা চির নিদ্রায় গেল ।
সে দিনটা ছিল সোমবার বিকাল সাড়ে ৩টা।
১,২,৩ করে এভাব দুই বছর ২ মাস গেল।
মার কবরের পাশে গিয়ে মা বলে ডাকি।
কিন্তু মা ডাকের সাঁড়া দেয় না
মাগো আর কেউ মাথায় হাত বুলাই না।
কেউ বলছে না খোকা ভাত খেয়ে নে ।
তোমাকে একটু বেশিই মা বলে ডাকতাম,
তাই অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়েছিলাম।
মাগো তুমি ছাড়া সবাই স্বার্থপর , শুধু তুমিই যে ছিলে ব্যতিক্রম!
মা তোমার মুখে ছিলো শুধু হাসি৷ তোমাই যে মা বড্ড ভালোবাসি।
আজও তোমার শাড়িগুলো শুধু দেখা ছাড়া অন্য উপায় নাই,
তোমার ছবিগুলো আছে শুধুই ফাইল বন্দি।
মোবাইলের ওয়ালপেপারে তোমার ছবি।
১৪ই ফেব্রুয়ারী ২২ মার দোয়া মাহফিলে।
সবাই দু-হাত তুলে মার জন্য দোয়া করে ৷
মা যেন প্রস্ফুটিত ফুলের বাগানে ঘুরে বেড়ায়।
মা আজও তুমি কেন ফিরছো না মা —-
তোমার অন্তিম বেলায় তৌফিক-তানিন বাড়ি ছিল না।
তৌফিক বরিশাল ক্যাডেট কলেজে পড়ে।
কলেজে ছুটির জন্য অনলাইনে আবেদন করলাম।
প্রথমে ভাবছিলাম ছুটি পাচ্ছে না তৌফিক।
অবশেষে কলেজ অধ্যক্ষ ৮–১১ ফেব্রুয়ারী ছুটি মজ্ঞুর করে।
তার বন্ধুর পিতার সাথে বরিশাল থেকে একাকিই বাড়ি আসে ।
তৌফিক (দাদিকে) কাঁধে করে দাদার পাশে রেখে আসে।
মাগো,তুমি তৌফিক-তানিনের জন্য দোয়া করো ।
তোমার ছাড়া ওরা দুজন ভাল থাকে না।
তোমার সেই দিনগুলিই এখন শুধুই স্মৃতি।
তোমাকে মা বলে কাছে পাওয়া শুধুই অপ্রাপ্ত ইচ্ছে,,,
প্রতিবেদকঃ ইয়াকুব আলী। সম্পাদক,বার্তাবিডি২৪.কম।