Breaking News

আদমদিঘীতে আলু-চাষিরা চাষ নিয়ে  ব্যাস্ত হয়ে পরেছে কৃষকরা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে আগাম জাতের রোপা আমন ধান কটমাড়াইয়ের পর আলু ও চাষিরা চাষের জন্যে জমিতে হালচাষ নিয়ে ব্যাস্ত সময় পার পার করছে।

আবার অনেকে মাড়াইয়ের কাজ না করে উঠানে ধান পা লা করে রেখে আলু- সরিষার জমিতে হালচাষ দিচ্ছেন।

উপজেলার চাপাপুর, কুন্দুগাম নশরতপুর, ছাতিয়ানগ্রাম, সান্তাহার, ও উপজেলা সদর ৬টি ইউনিয়ন একটি পৌর সভা এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় জমির রোপা আামন ধান কাটার পর আলু-সরিষা লাগানোর জন্য জমিতে হালচাষ দেওয়া নিয়ে ব্যাস্ত সময় পার করছে স্থানীয় কৃষকেরা।

উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েত পড়া গ্রামের মোঃ শফির আলী বলেন এবার বৃষ্টিপাত বেশির কারনে জমিতে পানি জমে থাকায়  আলু- সরিষার জন্য জমিতে হালচাষ দিতে দেরি হচ্ছে।

তার পরও দুইবিঘা সরিষা,দুইবিঘা আলু লাগানো সম্পূণ্ন হয়েছে এবং  সময় পেলে আরোও কিছু জমিতে সরিষা আলু লাগানোর চেষ্টা করছি।

উপজেলার সান্তাহার পৌর এলাকার উপর পোঁওতা গ্রামে র টিপু সুলতান জামান ধান কাটার পর  আলু- সরিষর জন্য জমিতে হালচাষ দিয়ে  জমি তৈরি করা হচ্ছে দু-এক দিনের মধ্যে প্রায় পাঁচ বিঘা জমিতে আলু-সরিষা রোপন করা হবে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাযায় এবার তিন হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং তিন হাজার  চারশো হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। #

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …