Breaking News

আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ  করছে!!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘিতে ভুয়া ভূমি হীন সেজে লক্ষ লক্ষ মূল্যের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে।

এব্যাপারে উপজেলা  প্রশাসনের নিকট অভিযোগ করেও  সরকারী জায়গায় অবৈধ অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ হয়নি।

ফলে এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় এনিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগে জানাযায় উপজেলার বিনাহালী গ্রামের তালপু কুরের পশ্চিম পাড়ে সকাররি সরকারী সম্পত্তি দখল করে ওই গ্রামের প্রভাবশালী ব্যাক্তি খায়ের মন্ডলের ছেলে সা লাম,তার ছেলে সারোয়ার এবং আসলামসহ কতিপয় প্র ভাবশালীরা লক্ষ লক্ষ টাকা মূল্যের সরকারি জায়গা দখ ল করে স্থায়ীভাবে পাকা অবকাঠামো নির্মাণ কাজ কর ছে।

এ ব্যাপারে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার বরা বরে এলাকা বাসী একটি অভিযোগ দায়ের করার  পরও অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ হয়নি।

উল্লেখিত জায়গায় অপরিকল্পিত ভাবে বসত বাড়ি ও অ বকাঠামো নির্মাণ করা করা হলে একদিকে লক্ষ লক্ষ টা কার সরকা রি জায়গা বেদখল হবে, অন্যদিকে এলাকা বাসির রাস্তা চলাচলের সমস্যা সৃষ্টি হবে।

এব্যাপারে গ্রামবাসীদের পক্ষ থেকে আদমদিঘী উপ জে লা নির্বাহী অফিসার  বরাবরে একটি লিখিত অভিযো গ দায়ের করার পরেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। #

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …