আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি কুড়িগ্রাম থেকে ঢাকা অ ভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যান্ত্রিক টুটি নিয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় সান্তাহার জংশন স্টেশ নে এসে পৌঁছালে পাওয়ারকার বগির স্প্রিংয়ের পাতির ওয়ান বোল্ডের ত্রুটি ধরা পরে।
ফলে এ স্টেশনে ট্রেনটি দুই ঘন্টা কালবিলম্ব হয়। এইস ময়ে ট্রেন যাত্রীরা বিরম্বনায় পরে। পরে রেলওয়ে লোক বল ত্রুটিপূর্ণ বগিটি মেরামত করার পর দুপুর দেড়টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। #
Bartabd24.com সব খবর সবার আগে