Breaking News

সন্ত্রাসী,চাঁদাবাজ,দূর্নীবাজরা আতঙ্কে !! জাতীয় নির্বাচনকে ঘিরে চৌগাছার প্রশাসনে নবাগত ৩ কর্মকর্তা

চৌগাছা( যশোর)প্রতিনিধি: ১৩তম আসন্ন জাতীয় নির্বাচ ন কে ঘিরে যশোরে চৌগাছা উপজেলা প্রশাসনে ইউএন ও, ওসি এবং ভূমি কমিশনার পদে রদবদল করা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন চৌগাছাসহ সারা দেশের সকল জেলা ও উপজেলা প্রশা সনকে ঢেলে সাজাচ্ছেন।

চলতি সপ্তাহে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তানভির আহমদ,থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ও উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) রেশমা খাতুন যোগদান করেছেন।

এর ফলে সন্ত্রাসী,চাঁদাবাজ, দূর্নীতিবাজ, মাদক, চোরাচালানীরা আতঙ্কে রয়েছেন।

এই উপজেলাটি ১৯৭৭ সালে গঠিত হয়। বর্তমানে একটি পৌরসভা,১১টি ইউনিয়ন রয়েছে। ভারত সীমান্ত ঘেষা এই উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস করছে।

উপজেলা প্রশাসনের ৩টি বড় পদে রদবদল বা নতুন কর্মকর্তা যোগদানের ফলে উপজেলাবাসী ভাবছেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যে দিনের ভোট রাতে হয়েছিল সেটা এবার আর হবে না।

উপজেলার সচেতন মহলের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,উপজেলা প্রশাসনে রদবদ লের পর পরই উপজেলার সকল রাজনৈতিক দলসহ সকল শ্রেনী পেশার মানুষসহ চাঁদাবাজ,দূর্নীতিবাজরা বেশ নড়েচড়ে বসেছেন। তাদের মধ্যে এখন বেশ সতর্কতা বেড়েছে।

কারন আগের প্রশাসনের সাথে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। আর নতুন অফিসাররা কেমন হবেন সেটা তারা এখনও পরিস্কার হতে পারেননি। তাই ধীরে চলছেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তানভির আহ মদ ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম যোগদা নের পরপরই উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। একই সাথে নানা কর্মকান্ডে অংশ নিচ্ছেন তারা।

গত ৯ ই ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী এক অনু ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ বলেছেন কোন সন্ত্রাসী,দূর্নীতিবাজ,চাঁদাবাজের সাথে আপোষ করা হবে না। তিনি সবার সহোযোগীতা চেয়েছেন।

অনুরুপ ভাবে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমও ইতোমধ্যে সন্ত্রাসী,দূর্নীতিবাজ,চাঁদাবাজ মাদক ,চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।

 

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …