ডেস্ক নিউজঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক দের বদলির কর্মসূচি আগামী জানুয়ারি মাসে শুরু হওয়া র কথা থাকলেও তা পেছানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ নের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হওয়ার সম্ভা বনা রয়েছে।
যার কারণে বদলির সফটওয়্যার তৈরি ও কার্যক্রম সময়ম তো শুরু করা সম্ভব হচ্ছে না।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় বেস রকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করেন, তাই এই সময়ের মধ্যে বদলি কার্যক্রম চালানো কঠিন।
ফলে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই বদলি শুরু করা র পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম কার্য কর করা যেতে পারে।
বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষকদের পরিবর্ত নের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সফটওয়্যার তৈরির জটি লতা এবং আদালতের বাধার কারণে বদলির প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে।
তবে সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষ করা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ আরো বেড়ে গেছে।
শিক্ষা মন্ত্রণালয় এই দিক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ কর ছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে
জাতীয় নির্বাচনের কারনে এমপিওভুক্ত শিক্ষকদের বদলীর কার্যক্রম স্থগিত!!