Breaking News

এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)এর আও তায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্ম সূচি-৩(জঊজগচ-৩)” নামে প্রকল্পটি ২০২০ সালে র জুলাই মাসে শুরু হয়ে এবং ৩০শে জুন/২০২৪ সালে সমাপ্ত হয়। উক্ত প্রকল্পে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গরীব, বিধাব ও স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাগন কাজ করে থাকেন।
উক্ত প্রকল্পে নিয়োজিত মহিলাগন পাঁকা রাস্তার পাশে র্^ ভেঙ্গে যাওয়া সোল্ডার মাটি ভরাটের মাধ্যমে মেরা মত করে থাকেন।
বর্তমানে সংশ্লিষ্ট মহিলারা কর্মরত না থাকায় রাস্তার পাশের্^ মাটি ভেঙ্গে গিয়ে পাঁকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে যা মেরামতে সরকারের খরচ পরিমানে আগের তুলনা য় অনেক অংশে বৃদ্ধি পেয়েছে।
প্রতি ইউনিয়নে ১০ জন করে মহিলা নিযুক্ত থাকে সে হিসেবে ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়নে ৫৩০জন আর সারাদেশব্যাপী প্রায় ৪৫৭৮০ জন মহিলা কর্মরত ছিল। নিযুক্ত মহিলাগন দৈনিক হাজিরা ভিত্তিতে মজু রী প্রাপ্ত হন।
তাঁরা দৈনিক হাজিরা হিসেবে ২৫০/- টাকা যার ১৭০/- টাকা নগদে ও ৮০/- হারে সঞ্চয় তাঁদের ব্যাংক হিসাবে জমা রাখা হত যা তাঁরা প্রকল্পের শেষে অর্থাৎ ৩০ শে জুন/২০২৪ ইং এর পরে প্রাপ্ত হয়েছেন।
প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। সং শ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীসহ অসহায় মহিলারা তাঁদের চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছে ন।
প্রকল্পটি বার বার পাশ করার জন্য একনেকে উঠলেও এ বিষয়টি মাননীয় উপদেষ্টাগনের সুদৃষ্টিগোচর হয়নি। ৮ই মার্চ নারী দিবস উপলক্ষ্যে বিভন্ন অনুষ্ঠানে মাননী য় উপদেষ্টাগন নারীদের বিষয়ে সম-অধিকার, অংশ গ্রহনের সমতার কথা উল্লেখ করলেও তাঁদের কর্ম সংস্থান নিশ্চিত করার জন্য “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূ চি-৪(জঊজগচ-৪)” নামে প্রক ল্পটি কেন একনেকে পাশ হচ্ছেনা সে বিষয়ে স্থানীয় সরকারের মাননীয় উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।
 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …