Breaking News

ঐক্যের বদলে সংঘাত আমাদের পুরনো রাজনীতি আগের আমলের হিসাব না নিয়ে ভোট নয়::মজিবুর রহমান মঞ্জু ;

ডেস্ক নিউজ:ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫, সোমবারএবি স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমার বাংলা দেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহ মেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন,।ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগু ণ হবে।এর দায় সবার,আমারও, আপনারও।

তিনি সতর্ক করে বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসে জড়িত কিং বা সংঘাতে লিপ্ত ব্যক্তিদের ভোট দিলে দেশের উন্নয়ন থেমে যাবে।

তিনি আরও বলেন,ভোট চাইতে এলে আগের আমলের হিসাব চাইবেন। তারা কেন উন্নয়ন, অধিকার বা জবাব দিহিতার কথা বলে না, তা প্রশ্ন করবেন। তাহলেই পরিব র্তনের পথ তৈরি হবে।

জাতি হিসেবে আমরা বারবার নিজেরাই নিজেদের বিরু দ্ধে লড়াই করেছি, একে অপরের বিরুদ্ধে আক্রম ণাত্মক স্লোগান দিয়েছি, কিন্তু ঐক্য ও অধিকার আদায়ের রাজ নীতি থেকে দূরে সরে গেছি। এবি পার্টি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়তে চায়।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এখনো খাবারের নিরাপত্তা, চিকিৎসা, শীতের প্রকোপে মানুষের মৃত্যু বা ভূমিকম্পে বাঁচার সম্ভাবনা, এসব মৌলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়।

এখনো নাগরিকরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াি করতে হয় এটি জাতি হিসেবে আমাদের দুর্ভা গ্য,বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন,রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া। এবি পার্টি সে ধরনের রাষ্ট্র গড়ার জন্যই কাজ করছে। রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে,সেই প্রশ্নের রাজনীতিই আমরা করছি।

অর্থনৈতিক সংকট দূর করলে অপরাধ প্রবণতাও কমে আসবে বলে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারলে জনগণের দুঃখ-কষ্ট ও মৌলিক চাহিদা রাষ্ট্রই পূরণ করবে।

সমাবেশে বক্তারা আগামীর রাজনীতি হবে জবাবদিহিতা, অধিকার ও কল্যাণ রাষ্ট্র নির্মাণের রাজনীতি,এ প্রত্যয় ব্যক্ত করেন।

সুধী সমাবেশে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, এবি স্বেচ্ছাসেবক পার্টির মধ্যে ছিলেন,যুগ্ন আ হ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, যুগ্ম সদস্য সচিব আরিফুর রহমান মিজান, যুগ্ম সদস্য সচিব খন্দকার আবু তাহের, সহকারি সদস্য সচিব শহিদুল ইসলাম, সহকারী সদস্য সচিব ডাক্তার শাহ মাহমুদুর রহমান বারি রাকিব প্রমুখ।

 

About admin

Check Also

পলিথিন ও প্লাস্টিক ডুমুরিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া সহ সারাদেশে পলিথিন ও প্লাস্টিক মারাত্মক পরিবেশ ও জীববৈচিত্র্যের …