Breaking News

ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদ আটক

বিশেষ প্রতিনিধি,খুলনা (০৭ ডিসেম্বর)ঃ
খুলনা র ্যা বের সি পি সি যশোরে ক ্যাম্প ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ মুরাদ (২২) নামে বিস্ফোরক আইনের মামলাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র ্যাব-৬।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র ্যাব জানায়, শনিবার (৬ ডি সেম্বর ) দুপুরে র ্যাব- ৬,সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর
কোতয়ালী মডেল থানার চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় অভিযানচালিয়ে তাকে আটক করে।

র ্যাব জানায়, দুপুর ১২টা ১০ মিনিটে পরিচালিত অভি যানে গ্রেফতারের সময়মুরাদের নিকট থেকে একটি টিপ ছুরি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে আরও ককটেল বোমা ও দেশীয় অস্ত্র রাখা আছে।

তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে র ্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে ঘাস জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা ২টি ককটেল বোমা, ৩টি হাসুয়া, ১টি কুড়াল ও ১টি লোহার রড উদ্ধার করেন।

র ্যাব জানায়, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পরর্বতীতে উদ্ধার করা আলামতসহ তাকে যশোর কোত য়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় নতুন মামলাও দায়ের করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …