Breaking News

কবিরাজের অপচিকিৎসা: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাই উপজে লায় কুসংস্কারের বশবর্তী হয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে প্রতি বন্ধী ছেলেকে সুস্থ করতে গিয়ে প্রাণ হারালো জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবক।

কথিত এক কবিরাজ ঝাড়ফুঁকের সময় জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দিলে সাপের কামড়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে
এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত জয়দেব ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।

স্বজনরা জানান, জন্মগত প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ করার প্রলোভন দেখায় মান্দা এলাকার জনৈক এক কবিরাজ।

তার পরামর্শে গ্রামে ভিক্ষা করে চাল তুলে আয়োজন করা হয় ‘বেহুলা-লক্ষিন্দরের গান’।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার রাত আড়াইটার দিকে কবিরাজ গান চলাকালীন জয়দেবের গলায় একটি বিষধ র সাপ পেঁচিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সাপটি তাকে দংশন করে। এরপর কবিরাজ দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করেও ব্যর্থ
হলে রাতেই জয়দেবের মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে কবিরাজ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

নিহতের জ্যাঠা ফুরিন দেবনাথ বলেন, কবিরাজ আমাদের আশ্বাস দিয়েছিল গানের মাধ্যমে ঝাড়ফুঁক করলে জয় দেব সুস্থ হয়ে যাবে। কিন্তু তার গলায় সাপ পেঁচিয়ে দেও য়াই কাল হলো।

নিহতের বাবা নিমাই দেবনাথ জানান, তিনি ওই কবিরা জের নাম-ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানেন না। তবে সাপের কামড়েই তার ছেলের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।

আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠা নো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু র প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম জানান, নিহতের শরীরে একটি কালো ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যা সাপের কামড়ের চিহ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। #

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …