Breaking News

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক  

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, আমিনপুর, রাজ শাহীর বাঘা এবং কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনী র বিরুদ্ধে  পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশ এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লা ইট’। পুলিশের বিভিন্ন ইউ নিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারে শন ফার্স্ট লাইটে’ ১২০০ সদস্য অংশ নেন।
রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে এই অভিযান শুরু হয়ে সকাল পর্যন্ত চলেছে।
সম্প্রতি কাকন বাহিনীর বেপরোয়া ভাবে  কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ঘটনায় এ অভিযান হয়েছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তা‌র করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এরপর রোববার ভোরে এ অভিযান শুরু হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …