Breaking News

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীষক অনুষ্ঠান করলেন জামায়াত প্রার্থী

।হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
“জনতার মুখোমুখি আগামীর এমপি” শীষক এক অনু ষ্ঠান করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জা মায়াতে ইসলামীর মনোনিত ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওঃ আবু তালিব।

বুধবার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে তিনি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখো মুখি হন। এ সময় তিনি উপস্থতি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়াও তিনি  এম পি নির্বাচিত হলে জামায়াত আগা মীতে এ আসনের উন্নয়ন কর্মকান্ড, নানান সমস্যা দুরী করন ও সাধারন মানষের পাশে থেকে সামাজিক কর্ম কান্ড বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন।

অঙ্গিকারগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিশু হাসপা তালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তি শালী করণ, ব্যবসাবান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন. ভাতা প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫ টি সেবামুলক কাজের অঙ্গিকার ব্যক্ত করেন।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …