Breaking News

কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আতœহত্যা

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের দশম শ্রেনী পড়ুয়া এক কিশোর গলায় গামছা জড়িয়ে আত œহত্যা করেছে। সে উপজেলার পাচ কাউনিয়া গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে।

নিহত দিপু মন্ডলের বাবা সুশান্ত মন্ডল জানান, গতকাল রাতে তার ছেলে পরীক্ষার ফিস ও অন্যান্য খরচসহ ৪ হাজার টাকা চাই।

কয়েক দিন পর টাকা দেওয়ার কথা বললে, ছেলের সাথে তার কথা কাটাকটি হয়।

এরপর সকালে সে (দিপু মন্ডল) দরজা না খুললে, পরি বারের সবাই দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় ফ্যানে র সাথে গলায় গামছা জড়িয়ে আতœহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মৃতদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …