হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার (২৯ ডিসেম্বর-২৬) দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা-২ থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন।
টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়ি য়ে টাকা গণনার সময় বাকী টাকা একটি ছোট হ্যান্ড ব্যা গে রাখেন।
কিছু সময় পর তিনি লক্ষ্য করেন, তার ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ।
পরবর্তীতে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কৌশ লে তার পাশে অবস্থান করে ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজা খুঁজি করেও চোর কিংবা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে আইনি সহা য়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়ো জনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে