Related Articles
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
মঙ্গলকোট বাজার, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদা রের বাবা আফাজ উদ্দিন সরদার (৯৫) সোমবার (১৫ ডিসেম্বর-২৫) ভোরে বার্ধক্য জনিত কারণে মঙ্গলকোট নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন…। তার ১ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও বহু গুণগ্রাহী ব্যক্তি আছে।
সোমবার আসর বাদ মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় বক্তব্য বাখেন, যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতের প্রার্থী ও উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল লতিফ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, অধ্যাপক মোঃ মহশীন হোসেন, সাবেক কাউন্সিলর মশিউর রহমান, লাউড়ি রামনগর কামিল মাদ্রাসার মুহাদ্দিস জালাল উদ্দীন, আতাউর রহমান, মরহুমের ছেলে মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদার।
জানাযায় নামাজ পড়ান, মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ইসমাইল হোসেন। হাজারোর্ধ মুসল্লি জানাযায় শরিক হন।
Bartabd24.com সব খবর সবার আগে