Breaking News

কেশবপুরের মঙ্গলকোটে সোনাতন ধর্মালম্বীদের  সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
দূর্নীতি কিরিনি, দূর্নীতি করবো না, দূর্নীতির প্রশ্রয়ও দিবো না। আমি কেশবপুর থেকে জয়লাভ করি আর না করি আপনাদের বিপদে-আপদে সবসময় পাশে থাকবো কথা দিলাম। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট  ইউ নিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে সোনাতন ধর্মালম্বীদের সাথে ইউনিয়নের বসুন্তিয়া সর কারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যশোর-৬ কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মু ক্তার আলী একথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইস মলামীর কেশবপুর থানা যুব সভাপতি আয়তুল্লাহ খো মেনী, মঙ্গলকোট ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি রেজাউল ইসলাম।
রোববার (০৭ ডিসেম্বর-২৫) সকালে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর মঙ্গলকোট ইউনিয়ন পেশাজীবি সংগঠনের সভাপতি এস,এম নজরুল ইসলাম-এর সঞ্চা লনায় বক্তব্য রাখেন, কেশবপুর আলামিন একাডেমির অধ্যক্ষ আঃ গফুর গাজী, অধ্যাপক তবিবুর রহমান, শিক্ষ মক সুজিত কুমার সরকার, তুষার কান্তি মল্লিক, শিক্ষক অরুন কুমার বিশ্বাস, শিক্ষক উজ্জ্বল রায়, শিক্ষক গোবি ন্দ কুণ্ডু, শিক্ষক দীপঙ্কর রায়, সুভাষ রায়, শিক্ষক মিন্টু দাস, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দাস, গৃহিণী চায়না রায়, সমিত কুমার রায়, অরুন কুমার হালদার প্রমূখ।
এছাড়া সোনাতন ধর্মালম্বীদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি সহ জামায়াতের ইসলামের স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়নের  বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে যশোর-৬ কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করে ছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …