Breaking News

কেশবপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও  প্রদর্শনী অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জা তীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর-২৫) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আ য়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যা লয়ের মাঠে ওই প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৩০টি স্টলে তাদের উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করে ন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডাঃ সিদ্ধার্থ সরকার-এর সঞ্চা লনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফি সার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু তালেব, ন্যা শনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সং স্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, খামারি আব্দুস সাত্তার।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামা রিদের গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য্য, অবদান, কর্ম সংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ বিষয় বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগ রিতে ১০ জনকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মক র্তা রোকেয়া বেগম, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমএ রহমান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেব নাথ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুর্শিদি ও সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাংবাদিক কামরুজ্জামান রাজু, শাহি নুর রহমান, তন্ময় মিত্র বাপী, আব্দুল খালেক, আবু হুরায়রা রাসেল, রনি হোসেন-সহ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এলাকার খামারিগণ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …