পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর :
কেশবপুরে দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ নভেম্বর-২৫) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ক মিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরী ফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মৃত জোহর আলীর ছেলে মিরাজ হোসেন (৩৭)-কে ১০ পিস ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা এবং একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাহীন (৪০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটকের ঘটনায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদা লত।
Bartabd24.com সব খবর সবার আগে