Related Articles
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর;
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশো র-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ-ধর্ম ষিয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলা উদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, ইউপি চেয়ার ম্যান হুমায়ুন কবির পলাশ, গোলাম মোস্তফা বাবু, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল-সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Bartabd24.com সব খবর সবার আগে