Breaking News

কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফ টেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভি যান অব্যাহত রাখবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …