Breaking News

খালেদা জিয়ার আরোগ্য প্রার্থনায় কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় শহরের হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলার ও পৌর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।

মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলো চনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আ হ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, রাইগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধা রণ সম্পাদক গোলাম রাব্বানী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি উজ্জ্বল প্রতীক।

আপোসহীনতার পথে থেকে তিনি দেশের মানুষের অধি কারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। নিষ্ঠা, সততা ও দেশপ্রেম তার রাজনৈতিক জীবনের ভিত্তি।

অসুস্থতা ও দুর্যোগের সময়েও দেশের মানুষকে তিনি কখ নো ভুলে যাননি। জনগণের ভালোবাসা এবং বিশ্বাসই ছিল তার অবলম্বন।

আজ আমরা তার শারীরিক অবস্থার কথা ভেবে খুব কষ্টে আছি, কিন্তু আল্লাহর রহমতে তিনি দ্রæত সুস্থ হয়ে আবা রও দেশের মানুষের মাঝে ফিরে আসবেন, আমরা সেই আশাই করি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করে ছেন, দেশ ও মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ তিনি স্বেচ্ছা য় স্বীকার করতে প্রস্তুত।

তিনি এ জাতির মায়ের মতো স্নেহশীল, নেতা হিসেবে দৃঢ়, আবার একজন মানুষের মতো অত্যন্ত সহনশীল। তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তাকে যেন দ্রæত আরোগ্য দান করেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলীয় নেতাক র্মীরা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনী তিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …