খুলনা প্রতিনিধি:খুলনার ৬টি সংসদীয় আসনে মনোননয় নপত্র উত্তোলন করার পর জমা পড়েছে ৪৬টি।
এরমধ্যে খুলনা-১ আসনে ১৩টি, খুলনা-২ আসনে ৪টি, খুলনা-৩ আসনে ১২টি, খুলনা-৪ আসনে ৫টি, খুলনা-৫ আসনে ৬টি এবং খুলনা-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
যারা দাখিল করেছেন তারা হলেন, খুলনা-১ আসনে ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির জাহা ঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, সিপিবির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের আবু সাঈদ, জেএসডির প্রসেন্জিৎ দত্ত, স্বতন্ত্র অচিন্ত কুমার মন্ডল ও গোবিন্দ হালদার, বিএনপির আমীর এজাজ খান, মাইনো রিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, খেলাফত মজ লিসের ফিরোজুল ইসলাম, গল অধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান এবং সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল।
খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খেলা ফত মজলিসের শহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আমানুল্লাহ।
খুলনা-৩ ইসলামী আন্দোলনের মো: আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম বকুল, স্বতন্ত্র আব্দুর রউফ মোল্যা, জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান, স্বতন্ত্র মুরাদ খান লিটন, মইন মোহাম্মাদ মায়াজ, আবুল হাসতান সিদ্দীক ও আরিফুর রহমান মিঠু, বাসদের জর্নাদন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএমের শেখ আরমান হোসেন ও জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন।
খুলনা-৪ ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ, বিএনপির এস কে আজিজুল বারী, স্বতন্ত্র এস এম আজ মল হোসেন, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন ও জামায়াতে ইসলামীর কবিরুল ইসলাম।
খুলনা-৫ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএন পির মোহাম্মাদ আলী আসগার, ইসলামী আন্দোল নের শেখ মুজিবুর রহমান, সিপিবির চিত্ত রঞ্জন গোলদার, জা তীয় পার্টির শামিম আরা পারভিন (ইয়াসমিন) ও খেলাৃ ফত মজলিসের আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, বিএনপির এস এম মনিরুল হাসান (বাপ্পী), স্বতন্ত্র আছাদু ল বিশ্বাস, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইস লামী আন্দোলনের আছাদুল্লাহ ফকির ও সিপিবির প্রশান্ত কুমার মন্ডল।
Bartabd24.com সব খবর সবার আগে