খুলনা প্রতিনিধি:খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে এবি পার্টির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জসি ম উদ্দিন ব্যাপক জনসংযোগ ও গণসংলাপ কর্মসূচি পরি চালনা করেছেন।
বুধবার এলাকার বিভিন্ন গ্রাম ও বাজার পরিদর্শনে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
জনসংযোগকালে জসিম উদ্দিন বলেন,“এবি পার্টির অঙ্গীকার—সাম্য, মানবিক রাষ্ট্র ও সামাজিক সুবিচার। জনগণের অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও আশ্বস্ত করেন যে নির্বাচিত হলে এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্যখাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টি, খুল না মহানগরের সদস্য সচিব আবু বক্কার সিদ্দিকী মোড়ল। তিনি বলেন, “যুব সমাজকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়তে এবি পার্টি কাজ করছে।
জসিম উদ্দিনকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।”
দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এলাকাবাসী প্রার্থীকে তাদের নানা সমস্যা তুলে ধরে সহ যোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
Bartabd24.com সব খবর সবার আগে