রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃগড়েয়া এস. সি. বহুমুখী উচ্চ বিদ্যালয় তাদের নিজস্ব ফান্ড থেকে শ্রী রা।কেশ রায়ের পরিবার কে ১লক্ষ টাকা।।আর্থিক অনুদান প্রদান করেন।
এবং BRTA কার্যালয়ে ৫লক্ষ টাকা এবং DC ও UNO অফিসে আর্থিক অনুদানের জন্য আবেদন করা হয়েছে। তারা আমাদের কে নিশ্চয়তা দিয়েছে রাকেশের পরিবা রকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে।
আমরা আশা করছি, শ্রী রাকেশ রায়ের পরিবার সর্বমোট ৭ থেকে ৮ লক্ষ টাকা 💸💸 আর্থিক অনুদান পাবে।
এছাড়াও গড়েয়া এস.সি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যাপক সংস্কার করা হবে।
AC Land বিষয়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমাদেরকে আশ্বাস দেন তারা গড়েয়া এস.সি.বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সকল সংস্কার কার্যক্রমে নিরঙ্কুশ হবে সহায়তা করবেন।
যেসব সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে তা নিম্নে তুলে ধরা হলো:
১. অভিজ্ঞ এবং দক্ষ স্কুল প্রশাসন গড়ে তোলা হবে।
২. স্কুল পরিচালনার জন্য দক্ষ ম্যানেজিং কমিটি গঠন করা হবে।
৩. স্কুলের জন্য নতুন ভবন তৈরি করা হবে।
৪. স্কুলে একটি ক্যান্টিন প্রতিষ্ঠা করা হবে।
৫. ছাত্র-ছাত্রীদের নামাজের জন্য ব্যবস্থা করা হবে।
৬. স্কুলে একটি সাইকেল গ্যারেজ তৈরি করা হবে।
৭. স্কুলের সকল ভবনে নতুন করে বৈদ্যুতিক লাইনের মেরামত করা হবে।
৮. স্কুল কে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হবে।
৯. রাতের জন্য স্কুলের প্রত্যেকটি কর্নারে লাইটের ব্যবস্থা করা হবে।
১০. ক্লাসের প্রত্যেকটি রুমে পর্যাপ্ত বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করা হবে।
১১. স্কুলের ক্লাস পিরিয়ড চলাকালীন ক্যাম্পাসে সকল প্রকার বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হবে।
১২. স্কুল গেটে সব সময় স্থায়ীভাবে একজন নিরাপত্তা কর্মী থাকবেন।
১৩.২০২৬ সালে জানুয়ারি মাস থেকে স্টুডেন্টদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে