Breaking News

গণসংযোগে জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ: দাঁড়িপাল্লায় মিলবে নিরাপত্তা ও দখলমুক্ত মোংলা

মোংলা (বাগেরহাট)প্রতিনিধি:
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে মোংলার সাধারণ মানুষ নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারবে এবং জমিজমা ও ঘের দখলমুক্ত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুল ওয়া দুদ বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় জামায়াত সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, দখলবাজি ও অনিয়মের রাজনীতি বন্ধ করে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব নাগরিক সমান অধিকার ও ন্যায়বিচার পাবে—এটাই আমাদের অঙ্গী কার।
গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার।
তিনি জামায়াতের ন্যায়ভিত্তিক রাজনীতি ও জনকল্যাণমূ লক কর্মসূচির কথা তুলে ধরেন।
এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।#
০১৯২৭৬৫৯৭৫৫

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …