আন্তর্জাতিক দেখ :জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃ তিবিষয়ক সংস্থা ইউনেস্কোর এক সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের সদস্য সারা আবু নাদা এমন মন্তব্য করে ন।
তিনি আরো বলেন, ইসরাইল দুই বছর ধরে গাজায় গণহ ত্যা চালিয়েছে।
এ সময় তারা শিক্ষা থেকে শুরু করে ঐতি হ্যবাহী যত নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, সবকিছুই ধ্বংস করে দিয়েছে।
আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলে ন, গাজার যে সাংস্কৃতিক স্থাপনাগুলো রয়েছে, তা পুনর্নি র্মাণে দীর্ঘ সময় ব্যয় হবে।
সূত্র : আল জাজিরা
Bartabd24.com সব খবর সবার আগে