Breaking News

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ: চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ জন্য সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি পাঠানো হবে।

তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচ ন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জা নান তিনি।

সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে। প্রচলিত নিয়মনু যায়ী সকাল ৮টা ও বিকাল ৪টায় ভোট অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচন সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নতুন সিদ্ধান্তে এবার ভোটার দের জন্য সময় বাড়ল এক ঘণ্টা।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচ রণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।

তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কো নো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না।

নির্বাচনী পোস্টার বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোম বার থেকে শুরু হয়েছে বলেও জানান তিনি।

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …