Breaking News

চারঘাটে রং মেশানো মুগডাল জব্দ, দুটি ডাল মিলে ২ লাখ টাকা জরিমানা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে দুটি ডাল মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ।

এসময় রং মিশ্রিত মুগ  ডালে পোকা মাকড়  পাওয়ায় দুটি মিল মালিক কে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার হলিদাগাছী এলাকায় পারভেজ ডাল এন্ড সর্টিং মিল মালিক বাবর আলীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংরক্ষণের অপরাধে ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করে ১ লাখ টাকা ও মেসার্স মামা-ভাগ্নে এন্টা রপ্রাইজ এর মালিক নাসির উদ্দিনকে ১ লাখ টাকা। সর্ব মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এমন কর্মকান্ড করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে হুশিয়ারী দেন  ভ্রাম্যমান আদাল তের বিচারক রাহাতুল করিম মিজান।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …

One comment

  1. চারঘাটে রং মেশানো মুগডাল জব্দ, দুটি ডাল মিলে ২ লাখ টাকা জরিমানা