চৌগাছা (যশোর প্রতিনিধি চৌগাছা উপজেলায় জামা য়াতে ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী ডা. মসলেহ উদ্দি ন ফরিদের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আয়োজিত পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রায় রমরমা অবস্থা সৃষ্টি হয়ে ছে।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে চৌগাছা মৃধা পাড়া মহিলা কলেজের সামনে থেকে এই মোটরসাইকেল শোভা যাত্রা শুরু হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত বিস্তীর্ণ এলা কায় অনুষ্ঠিত এ কর্ম সূচিতে দলের নেতা–কর্মী ও সমর্থ কদের উপস্থিতি লক্ষ ণীয় ছিল।
যা গণ জোয়ারে পরিনত হয়। একাধিক এলাকায় মিছিল, লিফলেট বিতরণসহ গণসংযোগও করা হয়। গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি নুরুজ্জা মান সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ঝিকরগাছা উপজেলার জামায়াতে ইস লামীর মনোনীত এমপি প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফ রিদ।
কর্মসূচিকে ঘিরে এলাকায় এক ধরনের উৎসবমুখর পরি বেশ দেখা গেলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো পরি স্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চৌগাছা এলাকায় বিভিন্ন দলের নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেলে জামায়াতের এই শো অফ স্ট্রেংথ নতুন করে আলোচনার জন্ম দিয়ে ছে।
ভোটের সমীকরণেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে , যা দাঁড় পার্লার অনুকূলে গনজোয়ার সৃষ্টি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, চৌগাছা–ঝিকরগাছা আসনটি বহুদিন ধরেই মূলত দুই প্রধান ধারার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র।
তবে ডা. মসলেহ উদ্দিন ফরিদের গণসংযোগ জোরদার হওয়ায় বিরোধি পক্ষের প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তার চিকিৎসক পরিচয়, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা এবং দলিয় পর্যায়ে প্রভাব—এই তিনটি বিষয় তাকে কিছু টা বাড়তি সুবিধা দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
অনেকে মনে করছেন, স্থানীয়ভাবে তরুণ ভোটার ও প্রথম বারের ভোটারদের একটি অংশ বিকল্প ধারার রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের উপস্থি তি মোট ভোটের সমীকরণে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চৌগাছার ভোটা ররা উন্নয়ন, স্থিতিশীলতা এবং প্রার্থী ব্যক্তিত্ব—এই তিনটি বিষয়কে প্রাধান্য দেবে।
ফলে যে প্রার্থী গ্রামীণ জনপদে ধারাবাহিকভাবে গণসং যোগ বজায় রাখতে পারবে, তিনি ই শেষ পর্যন্ত এগিয়ে থাকতে পারেন।

Bartabd24.com সব খবর সবার আগে