Breaking News

চৌগাছায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  এক জন গুরুতর আহত

ফারুক আহম্মদ; চৌগাছা (যশোর) থেকে :যশোর জেলার চৌগাছা উপজেলায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে (০৫ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার ) আনু মানিক সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে।চৌগাছা- ঝিকর গাছা সড়কের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যা লয় সংলগ্ন ওবায়দুর হোমিও হলের সামনের পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম রফিকুল ইসলাম (৫০), পিতা: মৃত শের আলী, সাং: মাশিলা, থানা: চৌগাছা, জেলা: যশোর; হেলমেট বিহীন অবস্থায় একটি ডায়াং রানার ৮০ সিসি মোটর সাইকেল (নম্বর: খুলনা-হ-১১-৬২৯৫) যোগে চৌগাছা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইয়ামাহা ভারসন-২ মোটর সাইকেল (নম্বর: ঢাকা মেট্রো-ল-৪৪-৭৩৯২)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

‎সংঘর্ষের ফলে রফিকুল ইসলাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …