Breaking News

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আইনজীবীসহ আহত -২

ফারুক আহম্মদ ; চৌগাছা(যশোর): যশোর জেলার চৌগা ছা উপজেলায় প্রতিপক্ষের হামলায়  আইনজীবী সহ দুই জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

‎জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি)  ১০ টার দিকে উপ জেলার  ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সলুয়া গ্রামের উত্তরপাড়ার বাবু ওরফে পেরেক বাবু  তার লোকজন বাঁশের লাঠি, লোহার রড, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের এ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৪৫) উপর হামলা চালায়।

‎এ সময় তার ডাক-চিৎকারে তার মামাতো ভাই মোমিনুর রহমান (৪৬) ছুটে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে হামলা কারীরা তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে।

এতে  তিনি গুরুতর আহত হন। এছাড়া তিনি একজন হার্ডের রোগী।

‎স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা আহত দুজন কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।  আহত মোমিনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …