Breaking News

চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোর জেলার চৌগাছা উপ জেলা পরিষদ  হলরুমে “প্রতিবন্ধী শিশুদের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপ বৃত্তি কর্মসূচির তাৎপর্য” বিষয়ক সেমিনার আজ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

সমাজসেবা  অফিসার জনাব মেহেদী হাসানের পরিচা লনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি লেন উপ-পরি- চালক, যশোর জেলা সমাজ সেবা কার্যা লয় মোঃ হারুন অর রশীদ, সভাপতিত্ব করেন জনাব শাহি নুর আক্তার উপজেলা নির্বাহী অফিসার, চৌগাছা, যশোর।‎

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথ মিক শিক্ষা অফিসার,পি আই ও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা নের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকবৃন্দ, বিভিন্ন এন জি ও প্রতি নিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সাং বাদিকগণ ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …