চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির সাবেক সভা পতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চৌগা ছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মক র্তা তানভীর আহমদের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল-মামুন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বিএম হাফিজুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা জহুরুল ইসলাম বলেন,আমি জনগনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
জনগনের সাথে ধানেরশীষ প্রতিকের বিজয় হবে ইনশা আল্লাহ।
Bartabd24.com সব খবর সবার আগে