চৌগাছা প্রতিনিধি:ঃ যশোরের চৌগাছায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারী দের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টি ফিকেট দেয়া হয়।
এ দিবস উপলক্ষে অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আ লোচনা ও র্যালী করেন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলায় তিনজন শ্রেষ্ঠ জয়ি তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহি লা বিষয়ক অধিদফতরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজি টাল নিরাপত্তা নিশ্চিত করি এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতি রোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা আনজুমান আরা মাহমুদা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভির আহম্মদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশ নার (ভ‚মি) তাসমিন জাহান, উপজেলা জামায়াতের সে ক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সে ক্রেমটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামা ল আহম্মেদ বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফি সার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নারীদের অন্বেষণে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী দের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনটি ক্যাটা গরিতে তিনজন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বা চন করে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজনিজেদের মেধা, পরিশ্রম ও দৃঢ়তায় এগিয়ে যাচ্ছেন।
অদম্য নারীরা শুধু নিজেদের নয় পরিবার, সমাজ ও দেশে র জন্য অনু করণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সফল জননী, সমাজ উন্নয় নে ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সফল হওয়া এ তিনটি ক্যাটাগরিতে তিনজন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচন করে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফি কেট তুলে দেন।
Bartabd24.com সব খবর সবার আগে