Related Articles
চৌগাছা (যশোর) প্নতিনিধিঃ প্রেসক্লাব চৌগাছা মোড় হতে শহরের পাঁচনমনা মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করণ (দুই লেন বিশিষ্ট)
কাজের লেআউট প্রদান করেন চৌগাছা পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান।
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে দশটায় প্রসক্লাব চৌগাছার সামনে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী সহ কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
সড়কটি প্রশস্ত করে ৯মিটার (৩০ ফুট) করা হবে এবং মাঝে ডাইভারশন (বিভেদকরণ ওয়াল) দেয়া হবে।
Bartabd24.com সব খবর সবার আগে