চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক মধ্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরর চৌগাছা সর কারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের জনসমাবেশ শেষ হয়েছে।
আজকের সমাবেশ স্থলে ছিল লোকে লোকারণ্য। জামা য়াতের কেন্দ্রীয় নেতাদের আগম নের কারনে আজ গোটা চৌগাছা ছিল উৎসব মুখর পরিবেশ। 
বিশৃঙ্খলা এড়াতে সমাবেশ স্থলসহ চৌগাছা বাজারের পথে পথে ছিল জামায়াতের স্বেচ্ছাসেব করা কঠোরভাবে দায়িত্ব পালন করেছে ।
যাতে কোথাও কোন বিশৃঙ্খলা না হয়। পুলিশ প্রশাসনও টহলে ছিল। শান্তিপূর্ণ ভাবে জনসভা শেষ হয়েছে।
সকাল ১১টা থেকেই জনসভা স্থলে দলীয় কর্মীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ আসতে থাকে। বেলা ২টার মধ্যে জন সমাবেশ স্থল ছিল লোকে লোকারণ্য।
মাঠটি কানায় কানায় মানুষে ভরে যায়। নারীদের উপস্থি তিও চোখে পড়ার মত ছিল। বেলা আড়াই টার মধ্যে আম ন্ত্রীত সব অতিথিরা মঞ্চে এসে হাজির হন।
এ জনসভায় যশোর ও ঝিনাইদহ জেলার জামায়াতের এম পি প্রার্থীরা অংশ নেন।
অতিথিরা সবাই এ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের এম পি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের জন্য ভোট চাইলেন।
আজ রোববার বেলা ২টায় চৌগাছা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এ জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।,বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবা রক হোসাইন ,ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও যশোর–২ (চৌগাছা–ঝিকর গাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা.মোসলেহ উদ্দীন ফরিদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও যশোর১ (শার্শা) আসনের এম পি প্রার্থী মাওঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহেশপুর-কোটচাঁদপুর আসনের এম পি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান,কালীগঞ্জ আসনের এমপি প্রা র্থী ও উপজেলা আমির মাও: মোঃ আবু তালেব প্রমূখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামা য়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ।
Bartabd24.com সব খবর সবার আগে
চৌগাছায় জামায়াতের জন সমাবেশ লোকেলোকারণ্য! বক্তারা ডাঃ ফরিদের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন