Breaking News

জকসুতে ভিপি,জিএসসহ বড় তিন পদেই এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা

ঢাকা অফিস: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ  নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।
প্রথমবারের মতো হতে যাওয়া জকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’প্যানেলে ভোট অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন নিয়ে  শিক্ষার্থীদের পছন্দ ও প্রত্যাশা নিয়ে জরিপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধি কার সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচ ডগ বাংলাদেশ’।
এই জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে ভিপি, জিএ স ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগি য়ে রয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববি দ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।
গবেষণা সহকারী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ সবুজ এ জরিপের তথ্য গুলো তুলে ধরেন।
জরিপের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ মো: রিয়াজুল ইসলা মের ৪৩ দশ মিক ৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়া র সম্ভাবনা রয়েছে।
তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেতে পারেন ৪০ দশমিক ৪৮ শতাংশ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকবেন।
এ পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুব রা পেতে পারেন ২৯ দশমিক ৭ শতাংশ ভোট।
অন্যদিকে এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৪০ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়ে ছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেতে পারেন ২৯ শতাংশ ৩৪ শতাংশ ভোট।
এদিকে ক্যাম্পাসে নির্যাতনের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে জরিপে।
সেখানে ১৭ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী সরাসরি শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ৩৪ দশমিক ৪ শতাংশ অন্যদের নির্যাতিত হতে দেখেছেন।
তবু ৬০ শতাংশ শিক্ষার্থী আশাবাদী যে নির্বাচিত প্রতি নিধিরা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন।
উল্লেখ্য, জরিপটি ২২ ও ২৩ ডিসেম্বর জগন্নাথ বিশ্ব বিদ্যা লয়ের ৬০২ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ দশমিক ২ শতাংশ নারী ও ৮ দশমিক ৩ শতাংশ অমুসলিম শিক্ষার্থী ছিলেন।
এ সময় জুনায়েদ আহমেদ সবুজ বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যা শার জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আবাসন সমস্যার সমাধান,খাবারের মান উন্নয়ন এবং নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস।
ভোট দেয়ার ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও জুলাই আন্দোলনে ভূমিকা গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবে চিত হচ্ছে।
বিপরীতে মাদকাসক্তি, চাঁদাবাজি বা ছাত্র নির্যাতনে জড়িত কোনো প্রার্থীকে ভোট না দেয়ার ব্যাপারে শিক্ষার্থীরা স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

About admin

Check Also

ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা নিয়ে শুনানি ১৫ জানুয়ারী

ডেস্ক নিউজঃযশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত মনো নীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা.মোস লেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা …