Breaking News

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে হরিণাকু-ুতে প্রদর্শণী মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ শ্লোগানাকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকু-ুতে জা তীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী -২০২৫ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ফিতা কেটে এ প্রদর্শণী সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ঈশিতা আক্তা র।

উদ্বোধনের পরে অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার উজ্জ্বল কুমার কু-ুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্দ.তিতুমিরসহ অন্যান্যরা বক্ত ব্য রাখেন।

এসময় সোনালী ব্যাংক হরিণাকু-ু শাখার ব্যবস্থাপক এজি এম মোবাশ্বের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি
ফিরোজা আক্তার, সমাজসেবা অফিসার শিউলি রাণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও খামারিরা উপস্থিত ছিলেন।

এবছর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাস পাতালের আয়োজনে মেলায় ৩৩ টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন খামারী, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু-পাখি প্রদর্শণ করেছে স্টলগুলোতে।

আলোচনা ও প্রদর্শণী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জন উদ্যোক্তাকে পুরুষকৃত করা হয়।

পুরুষকৃতদের হাতে সার্টিফিকেট এবং নগদ অর্থের চেক প্রদান কর্ াহয়। আগামী ২ ডিসেম্বর মেলা সমাপ্তির মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্ত খামারিদের হাতে এসব তুলে দেওয়া হবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …