Related Articles
তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরাম র্শ ও মত বিনিময় সভায় অনুষ্ঠিত।
বুধবার (১৯ নভেম্বর) সকালে শহরের ধানসিঁড়ি হোটে লের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের উপ-পরিচালক মো: মোতা হার হোসেন।
অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন জেলা ম্যাপের সভাপতি সৈয়দ শওকত হোসেন।
সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কাম রুজ্জা মান, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক আলী আক বর টুটুল,বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার, ম্যাপ সদস্য নার্গিস আক্তার লোনা, এড ভোকেট মেহেরুন্নেসা, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ম্যাপের ম্যাপের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ।
সভায় কপ ২৯ এর অভিজ্ঞতা বিনিময় করেন সিডি আর এফআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন।
কপ ২৯-এ পূর্ববর্তী ও কপ চলাকালীন সময়ে অ্যা ওসে ডএর অংশগ্রহণ ও অর্জন বিষয়ে আলোচনা করেন।
জলবাযু পরিবর্তনের দায় ও আমাদের ঝুঁকি বিষ য়ে আ লোচনা করেন বাগেরহাট ম্যাপের সদস্য সাংবা দিক বাবু ল সরদার ।
আলোচকরা আরো বলেন, যে কোন নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিমত গুরুত্বপূর্ণ।
ভুক্তভোগী ও সংকটাপন্ন মানুষ কি ভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন বা কি ভাবে ক্ষতিপূরণ পেতে পারেন; তার সুস্পষ্ট ব্যবস্থা পনা থাকতে হবে।
জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় দেশী ও আন্তর্জাতিক আইন-নীতিমালাগুলোর সমন্বয় করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভাবে এসব কাজে সম্পৃক্ত হতে হবে।
Bartabd24.com সব খবর সবার আগে