Breaking News

ঝিকরগাছায় গণজমায়েতে ডা:মোসলেহ উদ্দীন ফরিদঃ চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগা ছা উপজেলা জামায়াতের আয়োজন গণ জমায়েতে যশো র-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনো নীত প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সমান মর্যাদা দিয়ে,সমান অধিকারের ভিত্তিতে নারী পুরু ষের জন্য একটা চাঁদাবাজ ও, সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩ টায় পৌর সদরের স্থানী য় বি.এম হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই গণ জমায়েতের উপ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যা লয়ের ভিপি আবু সাদেক কায়েম।
তিনি তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র  প্রতিষ্ঠা র জন্য জুলাইয়ের ন্যায় জীবন দিতে হলে দিবো।
নির্বাচনের দিন আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে যাতে করে ফ্যাসিস্ট এর দোসররা আর নেতৃত্বে না আসে। খুব দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় কার্য কর করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজ রুল ইসলাম খাঁনের সঞ্চালনায় গণ জমায়েতে বিশেষ অতিথি ছিলেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসে ন, যশোর জেলা  নায়েবে আমীর  মাওলানা হাবিবুর রহ মান, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, সদর আমির অধ্যক্ষ শামসু জ্জামান, পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল হোসেন, শার্শা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আস নের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকর গাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ, সেক্রে টারি মাওলানা নুরুজ্জা মান, মাষ্টার কামাল আহম্মেদ, যশোর শহর সেক্রেটারি ইমরান হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহ কারী সেক্রেটারি আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহ মান, মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা জামায়া তের কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইস লাম, শ্রমিক কল্যাণ ফেডারশনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়া রম্যান জিয়াউল হক।

শিবির নেতা  ইসা মাহমুদএ ছাড়া গণজমায়েতে সকল ইউনিয়নের আমীর ও সেক্রেটারি সহ জামায়াত ও শিবি রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা নেতৃবৃন্দ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …