Breaking News

ঝিকরগাছায় শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণে ইউএনও রনী খাতুন

ঝিকরগাছায় শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণে ইউএনও মোছাঃ রনী খাতু

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছায় অসহায়, দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী ও বিধবা শী তার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপ জেলা প্রশাসক মোছাঃ রনী খাতুন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারে কাজ কর ছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। যার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সরকারের পাশে দাড়িয়ে বাংলাদেশের জনগণের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করছে যেটা সরকারেরই একটা অংশ।
আমরা সরকারি, বেসরকারি ও সাধারণ মানুষ একসাথে এগিয়ে যেতে চাই ও একসাথে সমস্যা গুলো দূর করতে চাই।
সোমবার (১২জানুয়ারী) সকাল ১০টার সময় পৌর সদ রের হাসপাতাল রোড সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফি লিং স্টেশনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা দেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপ তিত্বে ও কেন্দ্রীয় কমিিিটর সদস্য জুলফিকার আলী ভুট্টো র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক দেবাংশু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপ জেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জালাল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমি টির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পা দক আইয়ুব আলী, সদস্য সিরাজুল ইসলাম, মাল্টি মিডি য়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফ জাল হোসেন চাঁদ, প্রভাষক, সংবাদিক ও কাজী কেএম ইদ্রিস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …