আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর।গাছায় ২০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে জেডি ও সংগঠনের মাধ্যমে রাজাপুর দাসপাড়া ও কাউরিয়া গ্রামের ২টা করে (৪/৫ মাস বয়সী মেয়ে ছাগল) মোট ৪০টি ছাগল বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর দাসপাড়া বারোয়ারী পুজা মন্দির প্রাঙ্গনে ঝিকরগাছা ডেভেল পমেন্ট অর্গানাইজেশন (জেডিও) সংগঠনের বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণের আয়োজনে জেডিও সংগঠ নের সভাপতি অধ্যাপক মো. বাবলুর রহমানের সভা পতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনু ষ্ঠানে বিশেষ অতিথি ছিনলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. খায়রুল ইসলাম মোল্লা, জেডিও সংগঠনের সমন্বয়কারী শ্যামল কুমার দাস, প্রোগ্রাম অফিসার মকবুল হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিত রণ প্রকল্পের আওতায় ছাগল পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও প্রশিক্ষক ডা. মাসুমা আখতার।
Bartabd24.com সব খবর সবার আগে